দূরে যাওয়ার জন্যে আসিনি এতোটা কাছে ।
এতোটা ভালোবাসা ছুঁড়ে ফেলে দেয়ার জন্যে
কাঙালের মতো করি নি গ্রহণ ।

কাছে এসেছি কেবল তোমার হৃদয়ে আজীবন থাকার জন্যে ।
তোমার বুকের ভেতরটায় নিজের স্থায়ী বসতি স্থাপনের নিমিত্তে ।
তোমাকে হৃদয়ের গভীরে , বুকের সমস্ত উত্তাপ দিয়ে ধরে রাখতেই
জড়িয়ে ধরেছি বুকে ।

কাছে আসলেই কি দূরে যেতে হয় ?
ভালোবাসলেই কি ভুলে যেতে হয় ?
এমনটি মানি না কখনও , বরং সময়ে হয়তো
ঘটে বিচ্ছেদ দু'টি দেহের , বেড়ে যায় ভৌগলিক দূরত্ব ,
কিন্তু দু'টি হৃদয়ের মাঝখানে কি থাকে কোন ভৌগোলিক
হিসেব ? সেখানে কেবল ভালোবাসা , হৃদয় থেকে হৃদয় মিশে
যাওয়া , একসাথে পথচলা , কথা বলা , চোখের আড়ালে থেকেও
মুখোমুখি বসে থাকা , অনুভবে হৃদয়ের খুব কাছে ধরে রাখা ।

ছাড়াছাড়ি নয় ভালোবাসা-বাসিতেই বাঁচে হৃদয়
একটু অভিমানে মুখ ফিরিয়ে নিই , গোপনে অশ্রু ঝরে কাঁদে হৃদয়,
অনুরাগে আরও কাছে পেতে চাই তোমায় ,
চলে যাচ্ছি বলেও হাতটা ধরে রাখি বুকের কাছে ,
বিদায় বলেও দেই না বিদায় ।

দূরে যাওয়ার জন্যে আসিনি এতোটা কাছে ।
এতোটা ভালোবাসা ছুঁড়ে ফেলে দেয়ার জন্যে
কাঙালের মতো করি নি গ্রহণ ।


চাইলেই দূরে যাওয়া যায় না ,
চাইলেই ভুলে যাওয়া যায় না ।
দূরে যাওয়া ভুলে থাকা এতোটা সহজ নয় ,
ভুলে যেতে জানে না হৃদয় ।
--------------------------------------
জাহান আলম
০৪:১৪ ভোর
২৪.১০.২০১৪
ব্র্যাডফোর্ড , ইংল্যান্ড