এই কবিতা টি নারায়নগঞ্জ এ আগুনে  পোড়া অসহায়  মৃত্যু মানুষ গুলোর স্বরনে রচিত।
১৪/০৭/২০২১ইংরেজি,
=============
দোজখের আগুন,না জানি কত নির্মম।
      জাহাঙ্গীর আলম।

জানিনা মা?
দোজখের আগুন, না জানি কত নির্মম,
ধোয়ার কুন্ডলীর অন্ধকারে
মৃত্যু ধরেছে হাত।
কাঁপা কাঁপা স্বর বুঝেগেছে
প্রকম্পিত শেষ নিঃস্বাস।

আখি ছলছল হতভম্ব দেহখানি
আর ক, মিনিটেই,দূনিয়ার বিভৎস
বোবা অন্ধ আগুনে পুড়ে যাবে মা।
পুড়ে যাবে সব অসহায়ও্ব
বিদগ্ধ হতাশা দুঃখ বেদনা
বলাতে না পারা কিছু কথা।

বল - মা জানবার ইচ্ছা জাগে মনে
ইমাম মুয়াজ্জিন ফকির দরবেশ
বলতে কি পারে?
শেষ বিচারের আগে।
দোজখের আগুন কত যে নির্মম
বিভৎস দগদগে।

মা তোমার আশীর্বাদ,পুড়ে গেছে
পুড়ে গেছে আদর মাথা রুলাম খানি
নিজেকে বাঁচাবার শত চেষ্টায়।
পুড়েগেছে তোমার ভালবাসা
পুড়েগেছে তোমার চুমোয় ভেজা
স্নহের দূ ফোটাজল।

পুড়ে পুড়ে এখন নিথর
বিভৎস অঙ্গার দেহখানি।
ধ্রুব তারা হয়ে বেঁচে রবে
তোমার চোখে।
জানিনা মা? দোজখের আগুন,
না জানি কত নির্মম।