আমি বিমর্ষ কর্তব্য কর্মবিমূঢ়
জোটাতে মায়ের অন্ন পথ্য,
কঠিন রোগাক্রান্ত শুয়ে আছে
জীর্ণ-শির্ণ বস্ত্র গায়ে।


যেতে যেতে তোমাকে দেখি
শেষে ঘোর সন্ধ্যায়
তখনো শুকায়নী পথ,
শ্রাবনে ভেজা বর্ষায়।


তোমার কান্না ভেজা চোখে
দেখেছি নিষ্ঠুর অভিমান.
চোখ ভরা,করুন চাহনিতে.
ছিল তীব্রতর আকাঙ্ক্ষা
ছিল,দারুণ আকতি।
আমি অবাক!দাঁড়িয়ে দেখি.
তোমার খোলাচুল,অন্ধকারে
ঝুলছিল,হঠাৎ বাতাসে।


দীর্ঘশ্বাসে শুঁকিয়ে যাওয়া ঠোঁটে
বের হয়নি কথা,
তুমি ছিলে নিশ্চুপ দাঁড়িয়ে।
এখনো আসি প্রতিবার---
ভোরের পাখিরা ডাকবার আগে
বিকেল শেষে,জ্যোৎস্নায় ভেজা সন্ধ্যায়.
যদি সত্যিই আবার দেখা হয় পুনর্বার।