কপাল পোড়া মুসলমান
জাহাঙ্গীর আলম
২৩/০৩/২০২৩ইং
প্রথম রমাদান
(কবিতা ২৩৭)
-------------------
কেউ নয় ফেরেশতা
নয় কেউ ভগবান
কেউ আবার মুর্খ
অতি নীচু বঞ্চনাকারি
সব পাপি শয়তান।


এই বঙ্গে এরা তো
আমাদের সন্তান।
অতি লোভী
কেউ মিথ্যুক
কেউ বা প্রতারক
চাটুকার ঠকবাজ।
রমজান মাসে বাড়ায় দাম
এগার মাসের সমান।
কপাল পোড়া
হায়রে মুসলমান।


ঈমান তোর পালিয়েছে
বিশ্বাসের গেছে প্রাণ
ধর্মের কাছে হেরে গেলি
তবু
সাধুবেসে আছ যেন
নিজে ভগবান
কোথায় তোর পাক্কা
মুসলমান।


রমজান মাসে বাড়ায় দাম
এগার মাসের সমান
কপাল পোড়া
হায়রে মুসলমান।