জাহাঙ্গীর আলম
মানুষ নামে জন্ম নিলে
০৯/২/২০২৩। ইং
  (কবিতা নং ২২১)
------------------
যাতনার জারজ রসে
তাড়নার তরল কসে,
কার পাপে পুড়লে তুমি
অকারনে চড়লে শুলে।


মানুষ নামে জন্ম নিলে
মানুষ যে নাই
ঐ প্রাণে।
একুল ওকুল সব হারালে
সবই মিছা ত্রি ভুবনে।


তুমি তো নওরে পাপি
পাপের বোঝায় নিঃস্ব সবি
অন্ধকারে ক্ষীনো প্রদ্বীপ
জগৎ জ্বলে ফুরায় রাতি।


সব তো জানে
ঐ ভগবান।
তার হাতে সবই ফরমান।
ইচ্ছে হলে দেয় পরিত্রাণ
থাকে যদি তাতে প্রাণ ।


         জাহাঙ্গীর আলম
মানুষ নামে জন্ম নিলে
০৯/২/২০২৩। ইং
(কবিতা ২২১)