নিশীতে জাগি
জাহাঙ্গীর আলম
১৮/০৭/২০২৩ (কবিতা-২৪০)
-----------------
দুষ্ট আখিঁ আর বসন্ত রাত
দু জনই জানে।
নিশীতে জাগি
শুধু নির্দিষ্ট খনে।


নিস্তব্ধতা ভাঙ্গী রোজ
তোমার তৃষ্ণা নিবারনে।


ধুরুধুরু কাপে বুক
আমার কণ্ঠ রুদ্ধশ্বাস।
তোমার কি বাড়ে না
ওগো?
তৃষ্ণায় উত্তাপ।


উলঙ্গ ঝড়ে বনভূমি
জ্যোৎস্নায় প্লাবিত।
ফুটান্ত কদম উৎসৃঙ্খল
ইচ্ছায় অস্থির।


গিলে খায় নেশার চুমুক
এক ফসলা অগ্নি রৌদ্রময়।
  
ডালিমের মত ঝুলান্ত বোটায়
দেখি রক্তিম জবা
মাধুরীতে আহা!
কি মধুশ্রী।


অস্তিরতায় রাখি বৃক্ষের গুহায়
নরম ওষ্ঠদ্বয়।
অসিম জলে পুলকিত
অমৃত ঝর্না
চুম্বনে চুম্বনে নিশিতে তৃপ্তময়।