শেষ ইবাদত
  জাহাঙ্গীর আলম
১৩/০৮/২০২৩ইং (কবিতা২৫২)
----------------------------
আমি নিঃস্ব ক্ষুদ্র খোদা
অতিশয় মহাপাপি।
ক্ষমা কর প্রভু তুমি
এই অবুঝেরে
মুছিয়া ফেলো
আমার পাপের গ্লানি।


উড়ে যাবে মনে হয়  
এখনি প্রাণ পাখি,
খোদার আরশে ডানা ঝাপটায়ে
ফেলে যাবে রেখে
নিথর দেহখানি।
যাবে নিশ্চয় উড়ে যাবে
মুয়াজ্জিনের আজান
যখন শুরু হবে।


আর বুঝি পোহাবেনা
এই অন্তিম রাত
জায়নামাজে হয় যেন আমার
শেষ ইবাদত।