ভেজা বর্ষায়
জাহাঙ্গীর আলম
২৬/০৭/২০২৩ ইং
(কবিতা ২৪৪)
-----------------
ছেয়ে গেছে
চালে
কুমড়ো ফুলে
ছিটায়ে দিয়েছি
জ্যোৎস্না
উর্বরা মাটি
জলে।


কদম ফুলে ফুলে
প্রাণ চঞ্চল
রোদে টলমল
যেন যৌবনা
নারীর কোলে।
হাবু ডুবু খায়
পুষ্পশোভায়  
নয়নাভিরাম
জলে ভেজা বর্ষায়।