আন্দোলন সংগ্রামের প্রসিদ্ধ মহামানব তুমি
তুমি এনে দিয়েছো হায়েনার হাত থেকে বাঙালিকে
শত বছরের হরিত স্বপ্নের স্বাধীনতা
তোমার  হাসিতে হাসে বাঙালি
তোমার কষ্টে কষ্ট পায় বাঙালি
তোমার কাছে ছিলো না মানুষে মানুষে ভেদ  
তোমার চোখ দিয়ে বাঙালি দেখেছে স্বপ্ন
তোমার  অক্লান্ত পরিশ্রমের আর কষ্টের জন্য
বাংলাকে  মুক্ত করতে পেরেছে শত্রুর আক্রমণে থেকে
তুমি বাঙালিকে এনে দিয়েছে তাদের খর্বিত
সকল অধিকার স্বাধীকার
তোমার মুখ থেকে নিঃসৃত হয়েছে ন্যায় আর সাম্যের কবিতা
তোমাকে কুর্নিশ করত আমজনতা
তোমার  মুখ থেকে নিঃসৃত হতে বাঙালির সব অবলা কথা
তুমিই বাঙালির স্বাধীনতা
হে মুজিব
তুমি তো বাংলার ভাস্কর ।



রচনাকালঃ
১২/১১/২০২০