ফুল আর কি ফুটবে?
একটি গাছও আস্ত নেই
মেশিন গানের বুলেটের আঘাতে
গাছগুলোর শাখা প্রশাখায়
পচন ধরে নুয়ে পড়ছে
তাহলে  ফুল আর কোথায় পাব
আজ বিজয়ের দিন
কোনো ফুল নেই
অস্ত্রের পাহাড়  জমেছে
দেখে যেন মনে হয় আজ অস্ত্রের উল্লাস
রক্তের সাগর পারি দিয়ে আজ সুখের দোরে
আজ বিজয়ের দিন
আজ বিজয়ের দিন।


পাখিরা আর কি গাইবে?
কণ্ঠ বাজেয়াপ্ত মুখ খুললেই এ্যাকশন
যেই পাখিরা বেশি মুখ খুলত
দুই দিন আগে সেই পাখিদের লাশ বধ্যভূমিতে
এর আগে তো অসংখ্য অগণিত জেনেসাইড
আজ বিজয়ের দিন
কণ্ঠ বাজেয়াপ্ত করার জন্য
গান নেই, সুর হারিয়ে গেছে
তবুও গাইছি কারণ
আজ বিজয়ের দিন
আজ বিজয়ের দিন।


নদী আর কি ছুটে চলবে?
গতি পথ রুদ্ধ
তবুও চলার চেষ্টা করে
চলতে মানা তবুও ভয়ে চলে
আজ বিজয়ের দিন
লাল আর সবুজের পতাকা উড়ে
আনন্দ করব, আনন্দ
অন্নবিহীন উদর উলঙ্গ জনতা
আজ বিজয়ের দিন
আজ বিজয়ের দিন।



রচনাকালঃ
২১/০৬/২০২০