তাঁকেই আদর্শ মানি, তাঁকেই আদর্শ মানি
যাকে ভালোবেসে সৃষ্টিকর্তা
সৃষ্টি করেছে এই নিখিল বিশ্ব
তৈরি করেছে জীব অণুজীব
পাহাড় পর্বত গ্রহ আর নক্ষত্র
যার পদচারনায় মরুর বুক ফুল ফলে ভরা যায়
যাকে দেখে বুহায়রা পাদ্রী বলেছিলেন
বালকদের মধ্যে তিনি অসাধারণ বালক
যার চারিত্রিক বৈশিষ্ট্যে
সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা,
আমানতদার,আল- আমিন।


তিনি সকল মানুষকে শিক্ষা দিয়েছে
আত্মসংযম, সহমর্মিতা সহনশীলতা
নিষেধ করেছেন হিংসা মারামারি না করতে
যার  গুণ সবাই মুগ্ধ
তাঁকেই আদর্শ মানি, তাঁকেই আদর্শ মানি
যাকে সৃষ্টিকর্তা সকলের  আদর্শ শিক্ষক
মানব জাতির জন্য প্রেরণ করেছেন।