তাঁকেই আদর্শ মানি, তাঁকেই আদর্শ মানি
যিনি ছিলেন সমস্ত পৃথিবীর রহমত
যাকে সৃষ্টিকর্তা দিয়েছে শাফায়াত করার ক্ষমতা
যা অন্য কোনো নবী বা রাসূলকে দেন নাই।
যাকে জন্ম দিয়ে ধন্য হয়েছে মা আমিনার কোল
যার জন্য মরুর বুকে ফুল ফুটেছে।
যিনি বলতেন -
সকল মুসলমান ভাই ভাই
তোমরা একে অপরের বিপদে
সাহায্য সহযোগিতা করবে
কখনো হিংসা মারামারি করবে না।
বিদায় হজে তিনি সকল সাহাবি বলেছেন
আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠিছিল সৃষ্টিকর্তা
আমি কি তোমাদের সকল দায়িত্ব
বুঝে দিতে পেরেছি
সেদিন সকল এক বাক্য বলছিলো, হ্যাঁ
আমি তো সেই কর্তব্য নিষ্ঠ মানবকে
আমার আদর্শ হিসেবে মানি
যাঁর দেওয়া সকল শিক্ষা সাদরে গ্রহণ করি
তাঁর আদেশ আজীবন মেনে চলি।
তাঁকেই আদর্শ মানি, তাঁকেই আদর্শ মানি
যিনি সকল মানুষের আদর্শ
যিনি ছিলেন পৃথিবীর সকল মানুষের শিক্ষক
যিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব।




রচনাকালঃ
১৭/১১/২০২০