আর যারা বামপাশে থাকবে
তারা থাকবে অগ্নি ও উত্তপ্ত পানিতে
থাকবে কৃষ্ণবর্ণ ধূম্রের ছায়াতে
যে ছায়া শীতল নয় বা আরামদায়ক নয়
পার্থিব জীবনে বিলাসিতায় মগ্ন ছিলে
তারা পরজন্মে কোনো বিলাসিতা পাবে না
পাপ কাজে লিপ্ত ছিলে অবিচল
তারা কোনো নিয়ামত ভোগ করতে পারবে না
তাদের শুধু কষ্ট আর কষ্ট
তাদের খাবার হিসাবে দেয়া হবে
যাক্কুম নামক গাছের ফল
তা দিয়ে তারা উদর পূর্ণ করবে
পান করবে অত্যন্ত উত্তপ্ত গরম জল
পান করবে তৃষ্ণার্ত উটের ন্যায়
এভাবে হবে বিচারের দিনে
পাপিষ্ঠরা আপ্যায়িত হবে
তাই স্রষ্টার সকল আদেশ মেনে চলতে হবে।


রচনাকালঃ
০৭/১২/২০২০