মৃত্যুর দেশে এসেছে তুমি
গেয়ে গেছে বহু কাল বহু গান।        
উড়ে উড়ে বেড়ায়ছ কত দেশ বিদেশ
কত কত রাজধান
মৃত্যু তোমাকে আজ করছে আওভান।
মৃত্যুর দেশে সব মনে পড়ে
সে  দিন তুমি করছে স্নান পদ্মা মেঘনা যমুনা
সপ্ত পাথারের জলে তরী ভাসলে তুমি
নারী নিয়ে ধুম আর কত কিছু করেছ তুমি।
বন্ধু বান্ধব নিয়ে করেছ কত হাসি মজা
করেছ কত ঝগড়া বিবাদ তুমি।


মৃত্যুর দেশে সব মনে পড়ে
এখন কি হবে তার।
মৃত্যুর দূত দোরে এসে করছে হাহাকার
খপ করে ধরে নেবে তোমার প্রাণ পাখি
নিয়ে গিয়ে রাখবে তা
স্বর্গ বা নরকে
কত সুখ শান্তি বা কষ্টতে  
মৃত্যুর যন্ত্রণা যে ভীষণ কষ্টকর
মৃত্যুর দেশে পার হতে যায়
কি পালাবার।



রচনাকালঃ
০৫-১২-২০১৯