খোকা বাড়ির উত্তর পাশের ফুল গাছটা তো
ফুলে ফুলে ভরে গেছে,
সে তুমি কবে গেছো
আজও তো আমি তোমার প্রতীক্ষায়
চেয়ে থাকি স্রোতস্বিনীর পাশে ভগ্ন পথটা।
তোমার কোনো খরব নেই
কোথায় আছ, কেমন আছ, কি খাচ্ছো।
সেদিন তো রকেট হামলা হয়েছিল, কোথায় ছিলে তুমি,
খোকা ঐ আল আকসা মসজিদে ইহুদীরা
বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল
তাতে তো অনেক শিশু, যুবক বৃদ্ধ প্রাণ হারিয়েছে
তুমি কি সেখানে ওদের মতো প্রাণ দান করেছো।
তা ভেবে আমি কখনো কষ্ট পায় না
শুধুই গর্বে বুকটা ভরে ওঠে।
আপন জন্মভূমি রক্ষার জন্য যে প্রাণ হয় বলিদান
জগতে সেই প্রাণখানি হয় শুধু মহান।
আমি তো মা তবুও সন্তানের নিরাপত্তা কথা মনে জাগে
খোকা তুমি যেখানে থাকো, সুখে থাকো।
আমি থাকব খোকা শুধু তোমার প্রতীক্ষায়,
শুধু তোমার প্রতীক্ষায়।





রচনাকালঃ
২০/০৫/২০২১