পূর্ব দিগন্তে উঠেছে সূর্য,
উঠতে দাও
পূবালী দিঘিতে নাইছে সবাই,
নাইতে দাও
মনে অভিলাষে গাইছে পাখি,
গাইতে দাও
বিলে ঝিলে ফুটছে শাপলা শালুক,
ফুটতে দাও
সোনালী ফসল দেখে হাসছে কৃষক,
হাসতে দাও
সাগর মোহনায় ছুটেছে নদী,
ছুটতে দাও
অন্ধকারে জ্বলছে জোনাকি,
জ্বলতে দাও
নিঝুম দুপুরে চলছে পথিক,
চলতে দাও
উন্মাদ শ্রাবণে পড়ছে বৃষ্টি,
পড়তে দাও
উদাস মনে খেলছে বালক,
খেলতে দাও
বৃক্ষের শাখায় ধরছে ফল
ধরতে দাও
তরী নিয়ে বাইছে মাঝি
বাইতে দাও
ফটিক জল বলে হাঁকছে চাতক
হাঁকতে দাও
অধিকার সচেতন হচ্ছে সবাই
হতে দাও
সবাইকে তাদের মনের অভিলাষে
সব কাজ করতে দাও।



রচনাকালঃ
২৪/১০/২০২০