৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ


স্বপ্ন কলি ভস্ম হয়ে
অশ্রু ঝরছে চোখে ,
কোথায় আছে মানবতা
টোকাই বলে লোকে।


রাস্তাই রাস্তাই ঘুরে ফিরে
কাটে সারাবেলা,
আপন কর্ম নেইতো ভবে
পাই তো শুধু হেলা।


পেটের ঋণে ঘুরি দ্বারে
পাই না খেতে কিছু,
খাবার দেখলে কুকুরের ন্যায়
ঘুরি সবার পিছু।


আঁখি জলে বুকটা ভাসে
খাবার পাই না তবে,
শূন্য পেটে ঘুরি বেড়াই
এই না নিখিল ভবে।


আমার স্বপ্নের মূল্য নাই তো
কেমন এই না ধরা,
পথশিশু পথে থেকে
বেঁচে থেকেও মরা।


রচনাকালঃ
১০/০৮/২০২১