৪+৪/৪+৩


জিলহজ্জ মাসে গগন জুড়ে
কোরবানির চাঁদ ওই হাসে,
ত্যাগের মহান বার্তা নিয়ে
কোরবানির ঈদ যে আসে।


প্রভুর হুকুম মানতে মুমিন
তারা করে কোরবানি,
প্রভুর কাছে যার রে শুধু
তাকওয়া ওই ভয় খানি।


মুমিনগণ ওই সবি করে
প্রভুর হুকুম মেনে ভাই
সহীহ মনে কোরবানি ওই
তাহার মতো পূন্য নাই।


সহীহ নিয়ত সহীহ দিলে
বিশ্বের সকল মুসলমান,
হাজার লক্ষ টাকা দিয়ে
প্রভুর রাস্তায় হয় কোরবান।


কোরবানির ওই ঈদের দিনে
সুখে দুখে মিলে সব,
ত্যাগের খুশি মানব মনে
সদা যেন রাখেন রব।



রচনাকালঃ
১৮/০৭/২০২১