অন্ধকার ভেদ করে পূব আকাশে উদিত হয়
মুক্ত দিনমণি, মুক্ত পথ পেয়ে,
আলো দেয় সবুজ শ্যামল প্রকৃতিতে।

মুক্ত গগন পেয়ে বিহগ মেলে পাখা,
নেই কো কোনো ভয়,
স্বাধীনতার স্বাদে আনন্দে আনন্দে
গেয়ে যায় গান দিনের পর দিন।

মুক্ত স্রোতস্বিনী পেয়ে মাঝি যায়, স্বাধীনতার স্বাদে
মনের অভিলাষে গান গেয়ে,
অসুর দৈত্যাের নেই কো কোনো ভয়।

যা আসলে যে খায়নি সে কি বুঝবে তার স্বাদ,
যে খেয়েছে তাকে জিজ্ঞেস কর,
আসলে তা কি বিস্বাদ ।

যে পরাধীন সে কি বুঝবে স্বাধীনতার স্বাদ,
যে স্বাধীন তাকে জিজ্ঞেস কর না ,
স্বাধীনতা কি স্বাদ?  


রচনাকালঃ
২৩/০৩/২০২০