সংকটময় সভ্যতার সীমান্তে
বুকে গিরি সমতুল ব্যথা নিয়ে
অধীর আগ্রহে তোমার আশায় পথ চেয়ে আছি
তবুও বেঁচে আছি, একমুঠো স্বপ্ন নিয়ে
শুধু তুমি আসবে বলে।


স্বজনের আচরণ, অপরজনের মতো দেখে
দীর্ঘশ্বাস ফেলি-
বুকে গিরি সমতুল ব্যথা নিয়ে
সুদিনের প্রতীক্ষায় আছি
তবুও বেঁচে আছি। নব সময়ের আশায়
শুধু তুমি আসবে বলে।


প্রতিকূল ধ্বংসাত্মক শক্তির বিরুদ্ধে
সবান্ধব থেকে মুক্ত হয়ে
আপন গতিতে দৃঢ় প্রত্যয়ে লড়েছি
ঘাত প্রতিঘাতে গন্তব্যের স্টেশন নির্মাণ করেছি
তবুও বেঁচে আছি। সুদিনের প্রতীক্ষায়
শুধু তুমি আসবে বলে।



রচনাকালঃ
১১/০৭/২০২২