৪+৪/৪+১ স্বরবৃত্ত ছন্দ


কষ্ট পেয়ে কত মেয়ে
ভুলের পথে যায়,
রঙিন চুলে সবটা ভুলে
কষ্টের গান যে গায়।


একটু ভুলের জন্য তবে
পুরো জীবন ক্ষয়,
ভুলের পথে জীবন রথে
কষ্ট পেতে হয়।


ভুল পথে'তে নাই ওই মেলে
জীবন মুখে সুখ,
ভুলের পথে ধরার বুকে  
আসে শুধু দুখ।


পেটের দায়ে ভুলের পথে
চলো না কেউ ভাই,
এমন জীবন ধরার বুকে
কেউ কভু না চাই।


ভুলের পথে চললে পরে  
স্বপ্নগুলো ছাই,
সঠিক পথটা ছাড়া তবে
জীবনে সুখ নাই।


রচনাকালঃ
০৩/০৯/২০২১