-তাং(২৯-৬-২০২১)ইং

ছুটির দিনে গল্প-ছড়া
লাগে সবার ভালো,
আষাঢ় মাসের বাদলা দিনে
মেঘে আকাশ কালো।

বাদলা দিনে পিঠা-পুলি
লাগে সবার মজা,
পিঠা খেয়ে শুয়ে-শুয়ে
খাইযে শুধু  গজা।

বাদলা দিনে বন্ধুর সাথে
হইনা মোটেও দেখা,
ঘরে বসে ভেবে ভেবে
নতুন কিছু লেখা।

বাদলা দিনে আম কুড়াতে
যাই যে নিয়ে ঝুড়ি,
বিকেল বেলা দাদুর সাথে
কিনতে যাব মুড়ি।

বাদলা দিনে শীতল হাওয়া
আরাম-দায়ক লাগে,
ভালো কিছু করার কথা
মনের মধ্যে জাগে।