আমি বাংলার অতন্দ্র প্রহরী
----------------------------------


আমি কে...............?
আমি বাংলার অতন্দ্র প্রহরী ।
আমি অদম্য সাতান্নর এক জন প্রহরী ।
আঠারো কোটি বাঙালির অতন্দ্র প্রহরী।
ভয়-ভীতি পরাজয় আমার অভিধানে নেই!
আমি দেশ রক্ষার্থে হাসি মুখে মৃত্যু'কে বরণ করি।
দেশ-দশের তরে  আমি রক্ত গঙ্গায় ভাসি।


আমি কে...................?
আমি আকাশের ন্যায় বাঁধা হীন!
বাতাসের ন্যায় চঞ্চল।
আমি সর্বদা জাগ্রত থাকি,
এক লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শত দশ বর্গমাইল জুড়ে।
আমি বঙ্গোপসাগরের বুক চিরে চলা সাবমেরিন।
আমি মহালছড়ির নিদ্রাহীন প্রহরী।


আমি কে................?
আমি বাংলার গর্বিত সৈনিক।
আমি মৃত্যুর সাথে সাক্ষাৎ করি দৈনিক!
এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ ক্ষেত্রে হয় অগ্রসর।
শেষ নিঃস্বাস থাকা পর্যন্ত আমি রাইফেল হাতে শত্রুর মোকাবেলায় থাকি প্রস্তুত।


আমি কে...............?
আমি পথ শিশুর মুখে হাসি ফুটাতে রাজপথে নিয়োজিত।
আমি তৃষাতপ্ত,আমি দূর্বার,
কর্কশ সুরে বলি আমি শত্রুর জম।
আমি রণবীর, আমি দুর্ধর্ষ,
আমি শত্রুকে করি ধ্বংস।


আমি কে................?
আমি ছায়ানট,আমি জিঞ্জির,আমি বিনাশী।
আমি প্রলয়শিখা,আমি ধুমকেতু।
শত্রু আমায় দেখে ভয়ে কাপে থরথর।
আমি সত্যনিষ্ঠ,আমি সত্যের পথে অবিচল।
আমি সৈনিক, আমি অগ্নি-শিখা।
আমি শত্রুর মৃত্যু দেবতা।


আমি কে...............?
আমি বাংলা মায়ের গর্বিত ছেলে।
আমি বাংলার অতন্দ্র প্রহরী।।


তারিখঃ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ইং