আমি কবি থেকে লেখক হবো,
আমি গায়ক হবো অথবা কলনায়ক।
সে চাইলে হয়ে যাবো সন্ন্যাসী,
সে চাইলে হতেও পারি তার গল্পের অভিভাবক।


টিপ টপ অশ্রু ঝরে হাসির আড়ালে
সে চাইলে বুঝতে পারতো আমার হাসির মানে!
চাকরিটা হয়েছে ঠিকই সরকারি সেনা সৈনিক
মধ্যে রাতে ঘুমের মাঝে জেগে উঠি দৈনিক,,
আমার বোধহয় হারিয়ে যাওয়ার সময় হয়েছে
দিন শেষে রাত্রি হলো বুঝলাম আমি অসুক হয়েছে।


আমাকে দুঃখ দাও আমি সইবো
আমাকে পুড়তে দাও আমি জ্বলবো,
কাঁটাযুক্ত ফুল দাও আমার মনে কাটা ফুটাবো।
জ্বলতে পারি অগ্নিকাণ্ডের দাউদাউ অনলে
তবুও দিও না সুখ নামের পাহাড় ডিঙিয়ে ওজন,
এটা তাকে দাও চেয়েছি যারে আমি মনের মতন


আমার সব সুখ নিপাত যাক সে ফিরে আসোক
আমি দুঃখ ভুলে আবার হাসবো হয়ে যাব চুপ,
ভুলে যাবো আমার হয়েছে যত ঘুমের অসুখ।
ক্লান্তিতে আজ বিভোর আমি পারছি না সইতে
হারিয়ে আজো খুঁজি তারে দায়িত্ব চাপিয়ে ঘাড়ে,
সব শেষে অপেক্ষা রই যদি সে আবার ফিরে আসে