স্বার্থপরের এই দুনিয়া,
শুনছি লোকের মুখে।
বলেছিলাম কিছু ভালো,
আছে ধরার বুকে।

চলতে গিয়ে জীবন পথে
চূর্ন হলো আজ ভুল
স্বার্থ ছাড়া কেউ বোঝেনা
কখনো যে একচুল।

ভাবনা ছিলো মনের মানুষ
প্রেম বিলাইতেই জানে,
ক্রান্তিকালে সে জন দেখি
চায়না মুখের পানে।

বড় আঘাত পেলাম তাতে
বোঝাই যে কেমনে?
আপন মানুষ কষ্ট দিলে
সয় কি তাহা মনে?

বর্ণচোরা মানুষ গুলো
গিরগিটির এক কায়া,
আবেগপ্রবণ আর হইও না,
দেখে মিথ্যে মায়া।