রঙের খেলাতে মাতিয়া মানব,ভুলিয়াছো তুমি আজি;
যে তোমায় শুধু গোলামী করিতে,করিলো নায়ের মাঝি।

ভুলিয়া তাঁহারে ক্ষান্ত হওনি,নাস্তিক তুমি বটে;
কুফর,শিরক,নিফাক করিয়া,বিপদ আনিলা ঘটে।

ভুলিয়াছো সুখে মৃত্যুর ভয়,করিয়াছো পাপ কতো;
তোমারে সেবিতে কত-শত জন শির করিয়াছে নত।

বিশাল প্রাসাদ,দামী দামী গাড়ি,বিলাসী জীবন কি যে!
সাদাতের ন্যায় স্বর্গ গড়িয়া,থাকিতে চাহিলে নিজে।

হায়রে অভাগা,নির্বোধ,কানা,দেখিতে পাওনা ভবে?
আসিয়া ধরায়,আগে কি'বা পরে চলিয়া গিয়াছে সবে।

গণ্ডমূর্খ,বেকুবের দল,মাথায় কি শুধু ছাই?
স্রষ্টা ব্যতীত জগতের মাঝে,অবিনশ্বর নাই।

"কুন ফায়া কুন"বলিলেই খোদা,ধ্বংস হইবে সবি;
নিজেকে শুধাও,কাহার হুকুমে চলিতেছে শশী,রবি।

হয়তো এখনো তওবা করিলে,প্রভু করিবেন ক্ষমা;
যেকোনো সময় শমন আসিয়া,প্রাণটা করিবে জমা।

মরিলে কাঁদিয়া মিলিবেনা মাফ,অযথা ফেলিবে পানি;
বাঁচিয়া থাকিতে শস্যখেত ভাবো,মানব জনম খানি।

শাস্তি,মুক্তি যাহা চাও তুমি-এ জনমে আছে সব;
এখানেই আছে মুক্তির দূত,এখানেই আছে রব।