পাগল এ মন,বড়ই অবুঝ
চালচলন ত্যাড়া,
এত বুঝাই তবুও সে
বেলতলার ন্যাড়া।

আঘাত পেয়ে যায় সে ভুলে-
উজাড় করে বুক,
কষ্ট পেতে ভালবাসে
বিরহে তার সুখ।

মেঘের জলের জন্য কাঁদে
চাতকে যেমন,
তার বিহনে দিবা-নিশি
কাঁদে আমার মন।

আত্মভোলা এ মন আমার
বৈরাগী  বটে,
প্রেম ভিখারি মন ভাবেনা
পিছে কি ঘটে।

সহ্য সীমা পার করেছি
পারছি না তো আর,
মন বিচারের কাজী পেলে,
করাবো বিচার।