জন্মেছো যবে মায়ার ভবে
আপন করিলে সব;
প্রেমের রশি বেধেছিলে কষি
খোঁজনি তব রব।

দোলনায় দুলে মাতৃকোলে
কেটেছে শিশুকাল;
কল্পনায় কত বুনেছিলে শত
অলীক স্বপজাল।
যৌবন রসে আবেগের বশে
মাননি দ্বীনের বাধা;
নেশা,রং-রসে মেতে উল্লাসে
ভুলে গেছো তুমি কাঁদা।

উদয়াস্ত ছিলে মহাব্যস্ত
গড়েছো টাকার পাহাড়;
চামডা ঝুলেছে,গাত্র ফুলেছে
বেকেছে পিঠের হাড়।

কভু কি শোননি?কুরানের বানী-
সকল প্রাণীর তরে;
মৃত্যুর স্বাদ,দিয়েছেন আহাদ,
দু-দিন  আগে বা পরে।

সইবে কেমনে,ভাব এক মনে
হারাবেই তবে হুশ;
ক্ষমতার জোরে,বাচবি না ওরে-
যমদূত খায় না ঘুষ।

যা কিছুর পিছে,ছুটেছো মিছে,
সবি হবে নিস্ফল;
মৃত্যু যখন,আসিবে তখন-
নাস্তিকও দুর্বল।

মৃত্যুকে তাই ভয় কর ভাই,
ফিরে পাবে সঠিক পথ;
যে পথে গেলে,সহজেই মেলে-
সুখের  মৃত্যু রথ।