এ কেমন স্বাধীনতা!
নিরাপদ স্থলে নাই নিরাপত্তা,
নিরাপত্তারক্ষী করে আমাদের সর্বনাশা,
এটাই কি মোদের স্বাধীনতা।
শত শহীদের রক্তে মাখা সবুজ চত্তর,
সন্তান হারানো মায়ের শূন্য কোল,
মেধাবী ছাত্রের জন্য বিশ্ববিদ্যালয়ের আর্তনাদ,
এগুলো কি ভুলে গেছে এই স্বাধীনতার মানুষ,
তবে আজ মনে হয় নাই আমাদের প্রত্যাশী স্বাধীনতা।
সূর্যের প্রভাতে ভেসে বেড়ায় ধর্ষিতা মায়ের কান্না,
বিশ্ববিদ্যালয়-কলেজ প্রাঙ্গণে সন্ত্রাসীর আড্ডা,
রোদেলা দুপুরে নীরহ মানুষের উপর অত্যাচার,
নাই নিরাপত্তা মোদের নিজের বদ্ধ ঘরে,
এটাই কি মোদের স্বাধীনতা!
নাকি পরাধীনতায় মোদের স্বাধীনতা।