তোমায় নিয়ে কাব্য লিখার ইচ্ছে হয়
শব্দের অপব্যবহার লিখতে দেই নি,
আর আমিতো অলিখিত লেখক মাত্র।
শব্দের ধারায় আঁকা তোমার নাম
শব্দ দিয়ে গঠন তোমার দেহ
শব্দের মাঝে আছো তুমি সম্মানের তরে।
কবিদল কত লিখিছে তোমায়
সুরকার কত গেয়েছিল গান
তাইতো তুমি সবার উপর!
হাত বাড়িয়ে রেখেছ তার মান।
তুমি আমার বাল্যকালের সোনার হরিন
তোমার থেকে শিখা আমার কলা-কৌশল
তাইতো আজ লেখতে হয়ছে, তোমায় স্বরন
তুমি আমার প্রানের প্রিয় বিদ্যালয়।