কিছু  বাস্তবতা বাস্তবতায় থেকে যাই,
কিছু স্বপ্ন ঘুমে শেষ হয়ে যাই,
কিছু স্মৃতি রয়ে যায় হৃদয়ের ক্যানভাসে।
কিছু ভালবাসা চলে অন্তরের গহিন থেকে,
অল্প কিছু ভাললাগা স্বল্পকালে শেষ হয়ে যায়।
কিছু কাব্য অলিখিত রয়ে যায়,
কয়েকটি কবিতা অসমাপ্ত থেকে যায়
শুধু তোমার শূন্যতার হাতটি ধরে।
তুমি আসবে জানি সম্পূর্ণতা নিয়ে
লেখকের হাতে কলমের কালি হয়ে।
আজো বসে আছি কর্নফুলীর তীরে
তোমার পরশ হাত ধরে কাব্য লিখব বলে,
এই হবে মোর জীবনের অসম্পূর্ণ কাব্য লেখা।