ছোট ছোট পদক্ষেপ সামনে চলা
সেই ক্ষুদে আমিটি
স্কুল জীবন শুরুতে ছিল বিদায়ের নিশান,
তাইতো আজ বার বার মনে পড়ে হারানো সেই সময়।
সাদা দেওয়াল আর সবুজের মাঝে
ছোট আমার বিদ্যালয়টি
কত হাঁসি আর মধুমিশ্রিত প্রতিটি ক্লাস
দেখিনা এখন স্বারের হাতে বেত
কানে আসেনা প্রিয় স্বারের মধুর সুর,
এগুলো এখন কাব্য জগতের গল্প লেখা মত।
খুজে পাইনা এখন বন্ধুর সেই আড্ডা
ক্লাস রুমের চোখে চোখে কথা বলা
নলকূপের সেই প্রেমের গল্প।
বিদ্যালয়ের সেই নারিকেল গাছগুলো ছিল
আমাদের মাঝে সত্যিকারের দুস্টামির সূচনা।
আজও স্বরন হয় সেই বিদ্যালয়ের কথা
যেখানে কেঁটেছে আমার বাল্যকাল
যেখানে নিবদ্ধ আমার জীবনকাল
যেখান থেকে শিখা মোদের ক খ গ।
মনের গহিনের এই ভালবাসা তোমার জন্য
তোমার জন্য আজ আবার আসা
তোমার জন্য আজ আমার কবি হওয়া
সফল হোক তোমার ৪যুগ পয়দা দিবস।


আবেগময় লেখা