ভোর সকালে হয় না উঠা
ঘুমায় মধ্যরাতে,
পড়াশুনা সব ছেড়ে
কাব্য লিখি নিত্যক্ষনে।


হয় না প্রকাশ কোনো খানে
লেখা আমার ভাল নারে,
কবি কবি মনে ভাবি
কবিতা আমার হাতেখঁড়ি।


মিনিট থেকে ঘন্টা,
ঘন্টা থেকে দিন,
দিন পেড়িয়ে মাস,
মাসের পরে বছর গেল কেঁটে
হয়না প্রকাশ কাব্য আমার
দেশের কোন গ্রন্থে।


এখন আমি ধৈর্য্য হারা
লিখব কেমন করে
কবিতার চন্দ ভুলে
পাগলামিতে থাকি মেতে।


কবিতা আমার প্রকাশ হবে
এই বিশ্বাসের তরে,
আজও আমি কাব্য লিখি
সকাল দুপর নিত্যদিনে।