আচ্ছাদনের আড়ালে তুমি কাকে লুকিয়ে রাখো
তোমাকে ? যা হবার নয়
পরিস্ফুট ফুল ভ্রমরে সুখ খুঁজে
শরীরের গন্ধে নেশা খুঁজে
তাকে তুমি লুকাবে কিসে
আত্তার টান পড়লেই সে আবরণ খসে পড়বে
সে আবরনে কখনো কি শরীর লুকানো যায়
তা শুধুই মনের উপরে ভর করে
কিন্তু মন কি কখনো লুকিয়ে থাকতে পারে
প্রতিটি স্পর্শে নিজের অস্থিতকে জানান দেয়
যেমন করে জানান দিচ্ছে বিছানার চাদরটি
যেখানে পাহাড় আর সমুদ্র এক সাথে বহে
ধীরে ধীরে তলিয়ে যায়
সেখানে বছর নয় , দিন নয় , ঘণ্টা নয়
শুধু প্রতিটি ক্ষণে নিজেকে বিলিয়ে দিয়ে
একটি ছন্দহীন কবিতা লিখে
তাকেই তো প্রেম বলে
দেহ থেকে মনে নয়
মনের অনুভুতিতে দেহের জন্ম হয়
তাকে তুমি কোন আচ্ছাদনে লুকিয়ে রাখবে
যে নীহারিকার পথে ধরে জোসনায় হারিয়ে যায়
তার মাঝে তুমি নিজের ছায়া লুকাবে কিসে ?