বন্দুকের শব্দে চাপা মানবের আর্ত চিৎকার
বুকে তাজা বুলেট, চোখে হাজার বছরের ক্রন্দন
নিস্তব্ধ নগরী তে মিথ্যা ক্ষোভের বহিঃ প্রকাশ।


শহরের গলিতে গলিতে থেমে গেছে
মুক্ত পাখির ডানা
থমকে গেছে মানবের কোলাহল
নিঃশ্বাসে দানবের মিথ্যা হুংকার।


ধর্ম, বর্ণ এর বেড়াজালে মানব সমাজ বিভক্ত
হিংসা, ঘৃন্যা, অহংকারে মানব সমাজ আহত
মিথ্যা পরিচয়ে নিয়মিত হচ্ছে শিকার।


এই শহরে প্রেম নেই
মানব নামে কোন দল নেই
গলিত পচা লাশের বহরের নিচে
হারিয়ে গেছে মানব সমাজ।


হয়তো কোন দিন চাপা আর্ত চিৎকার গুলো থেমে যাবে
মানব রবে না, শুধু দানব করবে বাস
কারন ঘৃণ্যাই তাদের একমাত্র ধর্ম
তাই তাদের শুধু আছে বেঁচে থাকার অধিকার।।