যখন  সব দীপ নিভে যায়
আমৃত্যু তখন কাদঁতে থাকে ভালবাসা।
ভালবাসা কখনো রুপ বদলায়
কখনো মুখচ্ছবি বদলায়
ক্লান্ত করে চোখ আমেঘ নির্মাণে
কিন্তু তা মরে না।  


ভালবাসায় সিক্ত দুচোখ
নিলজ্জাতায় বরণ করে সমাজের রক্তিম চক্ষু
পরিবর্তন হতে থাকে রুপ, শরীর
কিন্তু হৃদকম্পনতো সেই প্রাচীন
আদিম ও অনন্ত
বিশুদ্ধতায় তা আর জলন্ত
নিঃশ্বাসে প্রশ্বাসে সব আলিঙ্গন
উম্মক্ত করে হাজারো প্লাবণ।


কখনো হারায় কখনো বাঁধে
অন্তর আত্তায় খুঁজে
ভালবাসা মরে না।