বুক পকেটে নিয়ে বেড়াচ্ছি ইতিহাস, হৃদয়ে জমানো রয়েছে তীব্রতা,চোখে হাজারো তৃষ্ণা
মুখে তবু চিরকালীন নিরবতা ।
হাতের ভাঁজে স্পর্শের আস্তরণ ,ঠোঁটে ছোয়ে দেয়ার প্রবণতা .মস্তিষ্কে নিউরনের ক্ষিপ্রটা  
তবু মুখে চিরকালীন নিরবতা ।
পায়ে আঁকা উদাসীনটা,তবু প্রতিটি পদক্ষেপে আকুলতা ,ধীরে ধীরে নিকট থেকে নিকটতর হবার প্রবণতা ,একটু কাছে পাবার অন্তিম ইচ্ছা
মুখে তবু চিরকালীন নিরবতা।
নিঃশ্বাসে একটি  মিষ্টি ঘ্রাণ ,ছায়ায় এক সমুদ্রের ইতিকথা ,নিসঙ্গতা ভেঙে একটি পূর্ণিমা দেখার ইচ্ছা
ভোরের শিশিরে নগ্ন পায়ের স্নানের দৃশ্যটি আঁকা
মুখে তবু চিরকালীন নিরবতা।
প্রতিদিনের স্বপ্নের জালে বৃষ্টি আনি ,মেঘের সাথে করি কথপকথন ,হাজারো লিখা কবিতায় ভোর দেখি
হাজারো প্রশ্নের জালে তোমার ছবি আঁকি
তবু মুখে চিরকালীন নিরবতা।
জানি একদিন হাজারো আক্ষেপ নিয়ে সম্মখে দাঁড়াবে
বলবে এতদিন বল নি কেন
আমি বলব সেদিন,
ঘুমন্ত স্রোতের শব্দ কি শুনতে পাও নি
কেন তুমি নিরবতা ভেঙে
আমাকে তোমার মাঝে জড়াও নি?