দ্বিধা
জাহিদ খান
১৭/০৪/২০২৪


অজানা পথে চলছি,
আমি একা, দ্বিধায় বিভ্রান্ত মন।
সঙ্গ না থাকা অবস্থানে,
মন বড্ড অস্থির,উচাটন।


অন্ধকারে আড়াআড়ি পথে,
আলোর সন্ধানে ছুটে চলা।
মন ভাঙার তীব্র যন্ত্রনা নিয়ে,
জীবন অস্থির অধরা স্বপ্নে।


ভালোবাসার সীমাহীন যাতনা,
দুঃখের সাথেই চলছে সহবাস।
অজানা পথে দিগভ্রান্ত আমি ,
দ্বিধা আমার একমাত্র মিত্র ।


অনাগত ভবিষ্যৎ সুখের আশায়,
প্রতিনিয়ত অজানা পথে ছুটে চলা।
দ্বিধার মাঝে এভাবেই চলছে সময়,
জীবনের অস্থির পরিক্রমায়।