মানুষ খুজি
জাহিদ খান


মানুষের মত মানুষ হয়ে,
মানুষের সাথে বাচতে চাই।
মানবিক এমন সোনার মানুষ,
কিভাবে বলো কোথা পাই?


মানুষের মত মানুষ খুজি,
সত্য ন্যায় যার পুজি।
মানুষের তরে মানবিক হয়,
হৃদয়ে নেই মরণের ভয়।


বন্ধুত্বে যার নিবেদিত প্রাণ,
সৎ পথে নিতে প্রচেষ্টা আপ্রাণ।
যদি দেখে সামান্য কোনো ভুল,
সরাসরি বলতে নেই দ্বিধা একচুল।


বিপদ দেখে যায় না যে দূরে,
দুখের সাথী হয়ে সাথে ঘোরে।
সমব্যথী হয়ে ব্যাথা নিরসনে,
সতত প্রার্থনা করে কায়মনে।


হৃদয় তাহার যেনো সাদা পাতা,
পরের তরে বিনয়ে বলে কথা।
এমন মানুষ খুজে যদি পাও,
নিবেদন করি আমারেও জানাও।