নব বসন্তে
জাহিদ খান


অবিরাম প্রাণের স্পর্শ খোজা,
নব দিগন্তের আকাশ বাসন্তি রঙে আকা।
উড়ে যাচ্ছে আকাশে দুধের মেঘ,  
এই সময়ে সবই নতুন,নতুন রঙে।  


চিত্রিত হচ্ছে প্রানের চিত্র,  
হৃদয়ে স্বপ্নের সুরে মোহিত হৃদয়।  
নতুন দিনের আলোতে রচিত হচ্ছে মন,
ভাবনা গুলো লেখা নতুন বাসন্তী পাতায়।  


নবরুপে উন্মোচিত হচ্ছে জীবন,  
সকল স্বপ্ন নতুন আশায় পুনর্জাগরিত।
নতুন দিনের প্রতিমা আঁকা হচ্ছে হৃদয়ে,
স্বপ্ন বসন্তে অঙ্কিত হয় হৃদয়াকাশ।