নগর থেকে গ্রামে
জাহিদ খান


ব্যাস্ত শহরের কোলাহল ছেড়ে
মন যেতে চায় অরণ্যে,
নির্জন পথে সবুজ গায়ে,
প্রকৃতি মাঝে লগ্নি করি সময়।


যেখানে পাখিরা সুরে গান গায়,
বন্য ফুলের সুগন্ধ ভেসে বেড়ায়,
ফসলের সোদা গন্ধ মন কেড়ে নেয়
প্রকৃতির নিসর্গ প্রাণকে করে উচ্ছ্বল।


গ্রাম বাংলার রুপ যেনো স্বপ্নের দেশ,
প্রাণভরে বাস করি সেই প্রকৃতির মাঝে।
শান্ত নদীর সঙ্গে মিলে নির্জন দুপুরে,
অপরিচিত পথে হারিয়ে যাবে মন।


গ্রামীণ সুরে নিজেকে হারাই,
বনের গানে মন ভরাই সকাল সাঝে।
আশার মাঝে প্রাণে আসুক চঞ্চলতা,
অরণ্যের সুখে ভাসতে চাই নির্জন জগতে।