শুধিতে হবে ধরিত্রীর ঋণ
জাহিদ খান


আমি রাষ্ট্রের মালিক
বলছে এটা সংবিধান।
এই কথাটা করলে দাবী
থাকছে না আর মান সম্মান।
ভোগ্য পণ্যের উর্ধ দামে
আমজনতার মাথা ঘামে।
আমার যারা কর্মচারী
কিনছে যে তা দারুন চামে।
কত কি পায় পকেট মানি
আমরা কি ভাই সবটা জানি?
চলছি মোরা নত শীরে
ঘুষখোর দের উচ্চ ভিড়ে।
বাজার নিয়ন্ত্রণ করবে যারা
তাদের জন্যই দাম যে বাড়া।
ভাবনা তাদের এই সুযোগে
কিনবে বাড়ি বেগম পাড়া।
নিত্য পণ্যের বাজার মানে
আমজনতা দীর্ঘশ্বাস টানে।
দেখবে যারা এই অনাচার
টলায় তাদের সাধ্যটা কার?
অপরিকল্পনার যাতাকলে
জীবন সবার যাচ্ছে রসাতলে।
একটু হাটো, জেগে ওঠো
হাত কে করো বজ্রমুঠো।
যাদের জন্য ছন্ন ছাড়া
সংসার নিয়ে পাগল পারা।
সব কিছুতেই দিশেহারা
রুখবো তাদের পাগল যারা।
বোকায় বলে মান বেড়েছে
তাই হরদম দাম যাচ্ছে বেড়ে।
নিম্ন বিত্তের নাভিশ্বাস
ছেড়েছে তারা বাচার আশ।
ওরে পাগল তোর মত নয়তো তারা
এসি গাড়িতে খাবে হাওয়া।
নিত্য সদাই কেনাই দায়
তাদের বাচার নেইকি উপায়?
রাস্তায় পাই দামী গাড়ি
করছে বাজার ভরে হাড়ি।
কোটি টাকার জীবন যাপন
তোরা তো নস কারো আপন।
সূর্য ডুবে রাত্রি আসে
কথাটি রাখিস মনের পাশে।
জবাব দেবে আমজনতা
আসছে ধেয়ে এই বারতা।
আজ আমির কাল সে ফকির
কত দিন আর রাখবি বধির?
সকল বাধা ছিন্ন করে
উঠবো জেগে প্রথম ভোরে।
সেদিন সবাই হাসবে জানি
তোর পরাজয় আনবে টানি।
থাকবে না তোর এই শুভ দিন
শুধিতে হবে ধরিত্রির ঋণ।