যবনিকা পতনের আগে কেউ কি আছেন ?
কাছে কিংবা দূরে, শুনতে কিংবা দেখতে পাচ্ছেন ?
সাইরেন ! লাল বাতি !
মুমূর্ষু একটি হৃদয় দিচ্ছে দিয়ে ইস্তফা।


পাশ বালিশের পাশের যে জন
বহুদূরের সুহৃদ সুজন,
কেউ কি শুনতে পাচ্ছেন ?
হ্যাঁ আপনি,
আপনাকেই বলতে ইচ্ছুক-
ভালোবাসবেন আমাকে? শুধু একদিন ?
নয় তো বেশি আবদার,
ভালোবাসা এই সময়ে বড্ড বেশি দরকার ।


দীর্ঘদিনের অনভ্যাসে,
ভালো না বাসতে বাসতে-
অভ্যস্ত হয়ে ভুলতে বসেছি ভালো কি করে বাসে!
হয়ত আর ক'দিন পরে অবাক হয়ে আঁতকে উঠবো,
শুনতে যদি পাই কখনও, কেউ কাউকে বাসছে ভালো !


এক জনমে একই পাপে,
নিত্য-দহন আত্মহনন !
আমায় কেন কেউ কোনদিন
মিথ্যে হলেও বাসেনি ভালো।