স্বপ্ন যদি দেখতে চাও,
দুঃস্বপ্ন দেখার সাহস নাও।
স্বপ্ন যদি মধুর হয়,
সত্য করায় লেগে যাও।
যদি মনে আসে ভয়,
স্বপ্ন সব মিথ্য হয়।
যদি করতে চাও তোমার স্বপ্ন সাকার,
দেখোনা কি ভয় কত ব্ড় তার আকার।
এভাবে যদি স্বপ্ন দেখতে চাও,
আমার মত হয়ে যাও।
রেখোনা মনে দুনিয়ার ছায়া,
দুনিয়া মানে শুধুই মায়া।
মায়ার বাধনে পড়লে বাধা,
স্বপ্ন দেখা সবই বৃথা।
এভাবে দেখ স্বপ্ন
সফল হবে সত্যি
স্বপ্নের প্রতি রেখ তোমার
হৃদয় ভরা ভক্তি।
মনে রেখ ভক্তি তোমার
স্বপ্ন দেখার শক্তি......।।