কবিতাঃ- আয় একান্ত আপন
✍️ মনোজ ভৌমিক


এখনো ভিজিনি আমি
ভেজেনি ও তরুলতা,
হৃদয় আঙিনায় মূর্ছিত
গভীর গোপন কথা।


শুধুই আক্ষেপে বাঁচে
শব্দ বিশাল্যকরণী,
যেমন নীরবে বাঁচে
এই মুমূর্ষ ধরণী।


দিগন্ত কাহাকে বলে
বুঝিনি তো আজও,
সূর্য ওঠা আর ডোবা
দেখি রক্তিম সাজও!


এ মনকে ছুঁয়ে গেছে
উপবৃত্তের সরণী,
ছোঁয়নি অনুভূতিগুলি
যা আজও একাকিনী।


একটু ভিজতে চাই
চাই মধু শিহরণ,
ভাবের দিগন্ত ছুঁয়ে
আয় একান্ত আপন।