কবিতা:- আজও কেন রবে এ বৈষম্য
মনোজ ভৌমিক
সেদিন আমার প্রাণ প্রিয়া,সেজেগুজে যাচ্ছিল পার্টিতে।
হঠাৎই আমার মা ডাক দিলেন দরজার পিছন হতে,
"ও বৌমা,পরেছো কী সিঁদুর লাল টকটকে করে সিঁথিতে?
সিঁদুরের টিপ এঁকেছো কী চাঁদের মত করে কপালেতে?
শঙ্খবলয় দু'টি নোয়ার সাথেই নাচছে কী হাতেতে?
সংসারের মঙ্গল কামনার্থে দূর্গা নাম জপেছো কি মনেতে?"
বিরক্তিতে ভরা মনে প্রিয়া আমার মুখ ফিরিয়ে বলে,
"দিলেন তো মা আজকের পার্টিটা মাটি করে কথার ছলে?"
"না গো বৌমা,আমি চাই তোমার স্বামীর মঙ্গল কামনা।"
"আপনার শাশুড়িমাও তো ভেবেছিলেন একই ভাবনা?
তাবে নেই কেন আপনার সিঁথিতে সিঁদুরের আলপনা?
শোনেন মা ,ওই সব মধ্য যুগীয় ভাবনা আর চলেনা ।
আপনার ছেলের দেহে আছে কী কোনো বিবাহের চিহ্ন?
স্ত্রীর মঙ্গল কামনায় ব্রত রেখেছেন কী কোনো দিনও ?
পুরুষ শাসিত সমাজ আজ কেবলি আপনাদের জন্য।
বদলে গেছে সময় আর ভাবনা আমরা নই সামান্য।
নারী আর নারী নয়,সর্বক্ষেত্রে সাহসীকতায় অদম্য,
জীবনে চলার পথে আজও কেন রবে বলো এ বৈষম্য !!"