কবিতাঃ- অল্প কথার চিত্রনাট্য
✍️ মনোজ ভৌমিক


অল্প কথার চিত্রনাট্য বড্ড বেশি ভাবায় মন,
শুরু আর শেষের সাথে যুদ্ধ যে হয় অনুক্ষণ।
কথাগুলো বলার সময় এক্সপ্রেশনে থাকবে জোর,
হঠাৎ করে কাহিনী যেন ঘুরিয়ে দেবে ভাবের ঘোর!


প্রথম থেকে শেষ অবধি উত্তেজনা থাকাই চাই,
নইলে গল্পের মাঝ পথে নটে গাছটি মুড়োবে ভাই।
কিছু গল্প এমনই হয় ঘর গেরোস্তি ও দস্যিপনা,
আর কিছুতে দেখানো হয় ভবিষ্যতের বড় আয়না।


সাবেকী প্রেমের বিবর্তনই হবে গল্পের মূলকথা,
নইলেপরে ঐ গল্প হবে 'হাঁসুলী বাঁকের উপকথা।'
তোমার আমার সব গল্পই আজকে যেন বড্ড ফিকে!
কখনো সোজা, কখনো বাঁকা,ঘুরতে থাকে নানান দিকে!


দিনের সাথে বদলে যেও ঐ অল্প কথার চিত্রনাট্যে,
আশ্রম আর বৃদ্ধাশ্রম গুলিয়ে ফেলো না আসল সত্যে।