কবিতাঃ- আমার রজনীগন্ধা
✍️ মনোজ ভৌমিক


এই তো সবে দুপুর ছোঁয়া বিকেল শুরুর ক্ষণ!
এখনি কেনো হাঁপিয়ে ওঠে তোমার আমার মন!!
অনেকটা পথ হাঁটতে হবে কয়েক যোজন দূর,
চলার ছন্দ থাক না বেঁচে মনেতে নবীন সুর।


সকাল সূর্য ছুঁয়েছে দেখো কাজলা দীঘির জল,
তরু শাখের দীর্ঘ ছায়ার দিগন্ত ছোঁয়ার ছল।
শীত চলে যায় হেলে দুলে অগোছালো ওর আসা
ধোঁয়াশা ছোঁয়া দখিনা বাতাস খুঁজছে ভালোবাসা।


সময় হাওয়া বড় বেয়াড়া এদিক ওদিক চলে,
মন ছোঁয়া সব স্মৃতিগুলো আজও দু'মনে খেলে।
জীবন নদীর ঘূর্ণিপাকে আমরা দু'জন স্থির,
হাল ভাঙা এই নৌকায় বসে খুঁজবো নদীর তীর।


সময়ে হারা সম্পর্কে আজ অজুহাতি সংঘাত,
দুঃখ কষ্ট অনেক এসেছে,কাটিয়েছি অভিঘাত।
এগিয়ে চলবো এমনি ভাবে দেবেশ্বর আছে সাথ,
তোমার আমার ভালবাসা আগামীতেও নিখাদ।


এমনি করে হারিয়ে দেবো, বিকেল,গোধূলি,সন্ধ্যা,
প্রতিটি রাতে সুবাস ছড়িও আমার রজনীগন্ধা।
আমৃত্যু এই দিনকে এসো দু'জনে বাঁচিয়ে রাখি,
শুক্লপঞ্চমী তিথি ছোঁয়া পবিত্র এ বিবাহবার্ষিকী।