কবিতা:-আমি আর গান শুনতে চাই না।
কবি:-মনোজ ভৌমিক


আমি আর গান শুনতে চাই না!
অনেক গান শুনেছি জীবনে।
ঘুম পাড়ানি গান থেকে শুরু করে
মরমিয়া হৃদয় ভাঙা প্রেমের গান।
জীবনের গান শুনতে শুনতে
ক্লান্ত হয়ে পড়েছি একেবারে।
এখন শুধু হেমন্তের শিশিরে চোখ ধুয়ে,
পাতাঝরা আমলকীর সাথে
সক্ষ্যতা করতে চায় এ মন যে!
আমন ধানের শিষের উপর হেসে ওঠা রোদ্দুর,
সহজ প্রাণে জ্বালা ধরায় খুব।
জোৎস্না মাখা হিমেল আকাশটা,
শুধু মনকে বলে,"একটু হেঁটে এস না!"
ইশারাতে না বলে দিই ওকে বারে বারে।
খানিক পরেই করুণ রাগিণী ভেসে আসে কানে।
কান দুটি বন্ধ করে শুয়ে যাই মাটির বিছানার 'পরে।
ওখানে গান নেই।জীবনের কথাগুলি জেগে ওঠে।
মাটির গন্ধ,চির শান্তির ঘুমে আচ্ছন্ন করে একেবারে।
তাই আজ আর আমি গান শুনতে চাই না।
একেবারে শুয়ে যেতে চাই মাটির'পরে।