কবিতা:- আমি কি বেঁচে আছি! আগের মতন!
কবি:-মনোজ ভৌমিক


জানি আজ জীবনটা অন্যরকম।
স্বপ্নগুলো ভেঙে চুরে
আধভাঙা নদী খাই ঘুরে
এগিয়ে চলেছে নিজের মতন।
মেঘ আসে।বৃষ্টি হয়।
ডোবা পুকুর ডুবে যায়।
জিওল মাছ গুলো,
ডাঙায় চরে না,আগের মতন।


শরতের সোনা রোদ্দুরে
কখন যে কাশবন হেঁসে গেছে,
জানে না কো মন।
হেমন্তের শিশির ভেজা চোখে
আধফোটা ধানের শিষে
চেয়ে আছে পাতা ঝরা
আমলকী হিজলের বন।
মনে আজ শীত জর্জর
নীরব দুপুরের ক্ষণ।


ওখানে বসন্ত আজও খেলা করে,
অশোক-কিংশুক-পলাশদের হাত ধরে।
সবার অগোচরে,
কখন যে এ মন হেঁটে চলে,
বোঝে না'কো পোড়া মন।
আজ শুধু চোখে ভাসে
চৈত্রর ধুঁ ধুঁ করা রোদ্দুর!
ঘর্মাক্ত গোধুলী দেখি
পশ্চিমের লাল আকাশে খুব!
সূর্য ঘুমিয়ে পড়ে।
সন্ধ্যা ঘনিয়ে আসে,
বনানীরর অন্তরালে,
দিগন্তের শেষ হাঁসি হেঁসে ওঠে,
ছায়াপথে কালবোশেখী।
ভাবি আজ মনে মনে,
এই আলবেলা ক্ষণে।
আমি কি বেঁচে আছি!
আগের মতন!